সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর লাউড়ের গড় সীমান্ত এলাকা থেকে আটক চার বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রোরবার বিকেলে বিজিবি- বিএসএফ’র কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে ঐক্যমতের পর সোমবার রাত সাড়ে ৭টায় তাদের ছেড়ে দেয় বিএসএফ। চার বাংলাদেশী শ্রমিককে লাউড়েরগড় বিজিবি’র কমান্ডার ইব্রাহিমের কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরত আসা চার বাংলাদেশী শ্রমিক হলেন, শাহজাহান মিয়া, পাহার আলী, নায়েব আলী, শুকুর আলী। তাদের বাড়ি লাউড়েরগড় এলাকায়।
সুনামগঞ্জ-৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একেএম মাকসুদুল হক চার বাংলাদেশীকে বিএসএফ ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রোববার সকালে তাহিপুরের লাউড়ের গড় সীমান্তবর্তী ১২০৪ নং পিলারে চার বাংলাদেশী লাকড়ি কুড়াতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে আটক করে।