কুলাউড়া প্রতিনিধি : সিলেট থেকে প্রকাশিত দৈনিক শ্যামল সিলেটের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল হামিদের একমাত্র ছেলে শমশেরনগরস্থ বিএএফ শাহীন কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র নিয়াজুল হাকিম সাকের (১২) ব্রেইন টিউমার রোগে আক্রান্ত হয়ে গত ১২ মে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় রবিরবাজারস্থ নিজ বাসভবনে মৃত্যূবরণ করেন (ইন্না লিলাহি—রাজিউন)। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় রবিরবাজার সুলতানপুরস্থ শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ৫ম শ্রেণীর ছাত্র সাকেরের মৃত্যূতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এডভোকেট নওয়াব আলী আব্বাছ খাঁন এমপি, সাবেক সংসদ সদস্য ও ঢাকসুর ভিপি সুলতান মোঃ মনসুর, সাবেক সাংসদ এম এম শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাব, কুলাউড়া প্রেসক্লাব, কমলগঞ্জ প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলো।