হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ সদর উপজেলার ধলগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো-একই গ্রামের আমিরুদ্দিনের মেয়ে হেবজা আক্তার (৫), আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহেদ মিয়ার ছেলে জীবন (৫)।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, ওই তিন শিশু দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের লোকজন শিশু তিনটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।