নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ার ঘটনায় দীর্ঘ ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক।
এর আগে বুধবার (০৬ এপ্রিল) দিনগত রাত ১২টায় শ্রীমঙ্গলের অদূরে মাগুরছড়া এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস ট্রেন। একে একে ছয়টি গাছ ভেঙে পড়ে ট্রেনটির ওপর। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বন বিভাগের লোকজন ট্রেনের ওপর পড়া গাছগুলো সরিয়ে নেয় সকাল সোয়া ৯টার দিকে। এরপর রেললাইন চলাচলের উপযোগী হলে সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় পাহাড়ি এলাকায় ট্রেন আটকে থাকায় যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় হয়।
এদিকে, উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলে পৌঁছার পর রশিদপুরে আটকে থাকা চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ও সিলেট থেকে ছেড়ে কুলাউড়ায় আটকে থাকা কালনী এক্সপ্রেস চালু করা হয়েছে বলেও জানান স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক।