নিউজ ডেস্ক:: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কর্নিগ্রাম এলাকায় পিকাপভ্যান চাপায় ইতি রানি দেব নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
বুধবার দুপুরে রাজনগর ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর অর্ধ-বাষির্কী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি রানি দেব খলা গ্রাম গ্রামের।
এলাকাবাসী ঘাতক পিক আপ চালককে আটক করেছে।