নিউজ ডেস্ক:: নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি সর্বশেষ বৈঠকে বসেছে। রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য দশ জনের নাম সুপারিশ করবে কমিটি।
আজ সোমবার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
নতুন ইসি গঠনের জন্য ২৫ জানুয়ারি সার্চ কমিটি গঠনের পর এটি কমিটির চতুর্থ বৈঠক। এ বৈঠক শেষ করেই সার্চ কমিটির প্রতিবেদন ও সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন সার্চ কমিটির সদস্যরা।