কুলাউড়া প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর এলাকায় বজ্রপাতের ঘটনায় রিয়াজ উদ্দিন(১৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। ১৪মে রবিবার ভোর ৬টার দিকে বৃষ্টির সময় হাকালুকি হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতের ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই রিয়াজের মৃত্যু হয়। রিয়াজ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামের মতিউর রহমানের ছেলে।