খেলাধুলা ডেস্ক::কিম্বার্লিতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এই ওয়ানডেতেও খেলবেন না তামিম ইকবাল।
দুই টেস্টে বাজে ভাবে হারের পর ওয়ানডের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা ফেরায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
পরের দুই ওয়ানডে ম্যাচ যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর পার্ল ও ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে। অনুশীলনে পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে খেলছেন না টাইগারদের বোলিং আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।