নিউজ ডেস্ক::২০ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৫ নভেম্বর) গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসবেন জোট প্রধান খালেদা জিয়া।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত বৈঠকে আগামী দিনের রাজনীতি নিয়ে আলোচনা হবে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর দেশের রাজনৈতিক হাওয়া পরিবর্তন হয়েছে। এসব নানান বিষয়ে নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।