মৌলভীবাজার সংবাদদাতা:: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কর্তব্যরত নার্সের অবহেলায় শনিবার সন্ধ্যায় বোরহান মিয়া নামের ৩ মাস বয়সের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটি জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মক্তছির মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে।
জানা যায়, নিউমোনিয়া আক্রান্ত অবস্থায় মক্তছির মিয়া তার ছেলেকে ২০ ডিসেম্বর মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর গতকাল শনিবার বিকেলে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সকে একাধিকবার অনুরোধ করলেও বাচ্চাটিকে দেখতে আসেননি, বরং তিনি এসময় মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন।
দীর্ঘক্ষণ পর নার্স প্রয়োজনীয় চিকিৎসা দিলেও শিশুটি মারা যায়।
শিশু ওয়ার্ডের কর্তব্যরত সিনিয়র নার্স রীতা রাণী দেবী বলেন, সিবিআর নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের খাবার খাওয়ানোর বিষয়ে সাবধান থাকতে হয়। কিন্তু তারা বাচ্চাটিকে দুধ পান করিয়েছেন। যার ফলে খাদ্যনালীর বাইরে দুধ চলে যাওয়ায় বাচ্চাটি মারা যায়।