নাজমুল সুমন::
মৌলভীবাজার জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, রাজনীতি, সমাজ, মুক্তিযুদ্ধ ও রাজনীতির ইতিহাস, ইত্যাদি বিষয়ক লেখক ও গবেষক মাহফুজুর রহমানের এর মৃত্যুতে দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ এক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মৌলভীবাজার জেলার একজন অভিভাবককে হারালাম বলে উল্লেখ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ সহ একসময়ে মৌলভীবাজারে থাকা অবস্থায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ও আন্দোলন-সংগ্রামে আমরা একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। সমাজের একজন ভালো মানুষকে মহাণ আল্লাহু যেনো জান্নাতবাসী করেন. এই দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন মাহফুজ ভাই আর নেই সংবাদটা জানার পর তাঁকে নিয়ে অসংখ্য ঘটনার স্মৃতি একটার পর একটা মনে পড়ছে। তার রেখে যাওয়া কাজের কারনেই মৌলভীবাজার জেলাবাসী আজীবন থাকে মনে রাখবে।