..মকিস মনসুর
মৌলভীবাজার পৌর নির্বাচনে ১১ জানুয়ারি সোমবার
সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশিদ এর কার্যালয়ে প্রতীক বরাদ্ধ অনুষ্ঠিত হয়েছে । মৌলভীবাজার পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান (নৌকা) এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমানকে (ধানের শীষ) প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় কাউন্সিলার ও সংরক্ষিত নারী কাউন্সিলার কয়েক জনের মধ্যে প্রতীক বরাদ্ধ নিয়ে লটারী হয়।
পৌর সভার মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলার ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন সহ মোট ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এর আগে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মাসুদকে বিজয়ী ঘোষনা করা হয়। আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে
মৌলভীবাজার পৌরসভায় মোট ৪৩ হাজার ৪ শত ৪৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করবেন।