…জেসমিন মনসুর.
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
তিনি বলেন, সোমবার থেকে তিনি (নিখিল) শরীরে জ্বর অনুভব করছিলেন। বুধবার করোনাভাইরাসের টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। বৃহস্পতিবার পজেটিভ রিপোর্ট পেয়েছেন।
তিনি আরো বলেন, চিকিৎসকের পরামর্শে বাসায়ই ‘আইসোলেশনে’ রয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এসময় তার শরীরের অবস্থা বর্তমানে ভালো আছে বলেও জানান তিনি। এদিকে কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা সম্পাদিকা সাবেক ছাত্র নেত্রী সৈয়দা সানজিদা শারমিন এক বিবৃতিতে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক যুবনেতা মাইনুল হোসেন খান নিখিল এর রুগ মুক্তি কামনা করে মহাণ আল্লাহু রাব্বুল আলামীন যেনো উনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
এখানে উল্লেখ্য যে গত বছর মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমন সনাক্ত হবার পর মানবিক কর্মসূচি নিয়ে সারাদেশে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় যুবলীগ। যুবলীগ চেয়ারম্যানের নির্দেশনায় মাঠ পর্যায়ে উপস্থিত থেকে প্রতিটি কর্মসূচি পালন করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।