অজানায়
সালেহ মওসুফ
♥️♥️♥️♥️
আমার চোখের সবটুকু আলো
কেড়ে নিলে এক মুহূর্তে
যেমনি চারমাত্রিক স্থানকালে
মহাকর্ষের প্রবলটানে কৃষ্ণ গহ্বর শুষে
তারার আলো মহাজাগতিক বলে ।
আমার জ্যোতি
তোমার মাঝে মিলায়
অন্ধ আমি তোমার পিছু
ছুটে চলি বেগে, অজানায়।।
অজানায়
সালেহ মওসুফ
♥️♥️♥️♥️
আমার জ্যোতি
তোমার মাঝে মিলায়
অন্ধ আমি তোমার পিছু
ছুটে চলি বেগে, অজানায়।।