তুই যদি, মন, দুঃখ হবি
আমি তোর আনন্দ হব
বাসী বকুল গন্ধ হব
বইমেলাতে নতুন কবির
সদ্যআসা কাব্যপুঁথির
বুক ধড়ফড় ছন্দ হব
তুই যদি মন দুঃখ হবি
আমি যে তোর আকাশ জুড়ে
কোজাগরি জোছনা হব
হৃদয় মাঠের সবুজ ঘাসে
রোদ টলমল শিশির হব
চৈত্র দুপুর খাঁ খাঁ মাঠে
শিমুল ছায়ায় কোন কানাইয়ের
দুখী ঠোঁটে
দূরাগত
বাঁশির মায়া স্পর্শ হব
তুই কি আমার দুঃখ হবি
কিন্তু আমি
ধানমণ্ডি ৫ নম্বরে
গণস্বাস্থ্যের পাশের রোডে
ফুচকা ও চটপটি হব
বাতিঘরে হঠাৎ গিয়ে
উমবার্তো এনোর হাতে
অনুবাদের গোলাপ হব
একটা সিঁড়ি নিচে নেমে
সায়ীদ স্যারের হাসি এবং স্বপ্ন কাঁপা
তুখোড় মুখর ভাষণ হব
তুই কি দুঃখ হতেই রাজি?
আমি কিন্তু বেঙ্গল বইয়ে
সকালবেলার লুচি হব
সাঁঝে ক্যাপাচিনো হব
কী বলছিস? লাটে হব?
নভেম্বরের শেষ শনিবার
মাছরাঙার ওই পাশের মাঠে
চৌরাসিয়ার বাঁশি হব
গ্রান্ড স্টান্ড শেরে বাংলায়
সাকিবের সেঞ্চুরির দিনে
লাল সবুজের হাসি হব
মাথাধরা একলা রাতে
আমি জল ও নাপা হব
হঠাৎ করে অমন ভুল তো হতেই পারে
আমি না হয় সহজ কোনো বুদ্ধি হব
সুখের দিনে দরকার নেই
দুখের দিনে
একলা গোপন অশ্রুপাতের
সময়টাতে মাথা রাখার জন্য
পাখি
আমি যে তোর সাপোর্ট হব
নির্ভরতার স্কন্ধ হব
পাগলি আমার দুঃখ হবি
আমি তোর আনন্দ হব
ফাগুন দিনে বাসন্তী রং শাড়ি হব
নববর্ষের সূর্যোদয়ে রমনাবটের ছায়ার নিচে
ছায়ানটের
এসো হে বৈশাখ হব
৩০০ ফিটে কাশের বনে
চুল ওড়ানো সেল্ফি হব
বিয়ের দাওয়াত প্রথম ব্যাচে
কাচ্চি ডিশের ধোঁয়া হব
শেফ’স টেবিলে থাই এমিরাল্ড
সুপের বাটির চিংড়ি হব
চারুকলার রাস্তা ঘেঁষে
মেট্রো রেলের ধুলোমাখা
কাকচিকেনের ফেরাই হব
হাশিম ভাইয়ের ভুলে যাওয়া
ভরাট গলার গানের সুরে
আমি তোমায় পাইতে পারি বাজি হব
অদিতি মোহসিনের কণ্ঠে
বিপুল তরঙ্গ হব
হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ রবিরাগে
একলা চলো একলা চলো
আমি যে তোর একলা পথের চলা হব
বৃষ্টি দিনে রিকশাহুডে
ঢেকে রাখা চুমু হব
রিকশা থেকে হঠাৎ নেমে
ব্যস্ত ট্রাফিক থামিয়ে দেওয়া
ঝগড়া হব
ফেসবুকে আনফ্রেন্ড হব
আমি যে তোর ডাটা হব
ওয়াইফাই পাসওয়ার্ড হব
এবং আমি হারিয়ে যাব
ন্যাপথলিনের গন্ধ হব
ফেসবুকের প্রোফাইলে ইন মেমোরি অব হব
হঠাৎ করে মনে পড়া
বিষণ্নতার স্মৃতি মানে
সবচেয়ে আনন্দ হব
স্যাডেস্ট সং হয়েই আমি সুইটেস্ট মেমোরি হব
তুই যে আমার দুঃখ হবি
আমি মন তোর সূক্ষ্ম স্মৃতি
বাসী গোলাপ গন্ধ হব
তুই যে আমার নীল দুঃখ
আমি লাল আনন্দ হব
আমি তোর আনন্দ হব
আমি তোর আনন্দ হব
তুই কি আমার দুঃখ হবি
অকাতরে আমি যে তোর সুখের উপলক্ষ হব
আমি যে তোর সুখই হব
যে তুই আমার দুঃখ হয়ে একটি জীবন
অশ্রু হয়ে আমার চোখের কালো ছায়ায় ঝুলে রইলি
আমি সে তোর বিউটিবোনের
একটু নিচে
আনন্দেরই লকেট হয়ে
লেপ্টে রব
পদ্য কব
সদ্য লেখা পদ্য কব
স্বরবৃত্তে ছন্দ কব
আমি তোর আনন্দ হব
আমি যে তোর অবহলোয় হারিয়ে ফেলা
অসহ্য আনন্দ হব
অবলীলায় মাড়িয়ে চলা
অকথ্য আনন্দ হব
=