সুজাত মনসুর
শতবর্ষ আগে
মধুমতীর তীরে
টুঙ্গিপাড়া গ্রামে
জন্মেছিল মুজিব নামে
ডানপিটে এক ছেলে।
জন্ম রোগা ছিল বলে
দুঃখ ভরা মনটা মায়ের
তাই তো তিনি বৃক্ষতলে
দাঁঁড়িয়ে থাকেন পথ চেয়ে
খোকা ফেরার সময় হলে।
খোকা যখন বড় হল
গ্রাম ছেড়ে শহর গেল
ছাত্রদের নেতা হল
হল কাঁপিয়ে ভাসন দিল
বাঙালিরা অভয় পেল।
এমনি করেই দিন যে গেল
শোষকেরা বুঝে নিল
বাঁচতে হলে শেখ মুজিবকে
যত পার জেলে ভর
প্রযোজনে মেরে ফেল।
তারপরেও হয়নি রক্ষা
মারতে গিয়ে মরল ওরা
আমরা,পেলাম স্বাধীনতা
মুজিব হলেন জাতির পিতা
বাঙালির মুক্তিদাতা।