ওগো প্রিয়তম সুন্দরতম,
তোমার মুখে চাহি যত
ঝরা ফুল ফুটে তত।
আহত এ প্রাণ লুটাইয়া পড়ে
তব পদতলে সুর-ছন্দে
সঙ্গীতে সঙ্গীতে।
অন্তরে তুমি আছ
পাইনা তো দেখিতে
ওগো সুন্দরতম, অনুভবে পাই,
আছো তুমি প্রাণ জোড়ে
ওগো প্রিয়তম।
এক প্রাণ এ কি এত মধুর মমতা,
লিখে যাই হাজারো কবিতা।
কালোর মধ্যে আলো
জ্বালিয়ে দিলে তুমি
তা-তো জানি।
মলয় সমীরণে মিশে রয়েছো অন্তরে।।
আব্দুছ ছালাম বুলবুল
১৮/০৩/২০২১