Wednesday, June 20, 2018

পাঁচদিনের সফরে ভিয়েতনাম যাচ্ছেন হ্ইুপ মো. শাহাব উদ্দিন এমপি

বড়লেখা সংবাদদাতা ::জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন এমপি এএফপিপিডি সম্মেলনে যোগ দিতে সোমবার (১৪আগষ্ট) ভিয়েতনাম যাচ্ছেন।
ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়ান ফোরাম অফ পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন এন্ড ডেভোলাপমেন্ট(এএফপিপিডি) সম্মেলনে জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির নেতৃত্বে ৫সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহন নিবে। জাতীয় সংসদের অপর হুইপ শহীদুজ্জামান সরকার এমপি ছাড়াও সংসদের দুইজন উর্ধ্বতন কর্মকর্তা উক্ত প্রতিনিধি দলে রয়েছেন। আগামী ১৯ আগষ্ট সম্মেলন শেষে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপির সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজ সম্পর্কে আপনার বস্তুনিস্ঠ মতামত প্রদান করুন

টি মতামত

সর্বশেষ সংবাদ

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930