Wednesday, February 21, 2018
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের নির্বাচনে মাহবুব-মকিস-রানা প্যানেলের চেয়ার মার্কার সমর্থনে ওয়েস্ট বার্মিংহামে নির্বাচনী সভা অনুষ্টিত » « প্যানেল স্পীকার ‘সৈয়দা সায়রা মহসীন এমপির জাতীয় সংসদে মৌলভীবাজার সরকারী মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবী তোলায় ক্যাম্পেইন ওয়াটার্স আপ গ্রুপের অভিনন্দন… » « স্কুলের উন্নয়নে আমাদের সবাইকে ভৃমিকা রাখতে হবে : গৌরবের ৪০ বৎসর পূণর্মিলনীতে এই হোক দীপ্তশপথ » « সৈয়দা সায়রা মহসিন এমপি প্যানেল স্পীকার হওয়ায় প্রবাস থেকে মকিস মনসুর এর অভিনন্দন » « শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ও সম্পাদক সহ নির্বাচিতদের বৃটেন থেকে অভিনন্দন » « এক কাপ রঙ চায়েই খালেদা জিয়ার দিন পার » « ইরানে ৪.২ মাত্রার ভূমিকম্প » « মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দিরা » « লাইসেন্স ছাড়াই চলছে অর্ধশতাধিক বার » « সাংবাদিকদের ডিবির যুগ্ম-কমিশনার‘ছিনতাইকারীদের কোনো সংঘবদ্ধ চক্র নেই’

ক্রিস্টিয়ানো রোনালদোর ৩৪ চ্যাম্পিয়ন্স লীগ রেকর্ড

খেলাধুলা ডেস্ক::মাসরিকুল আলম সাঈদ, ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর মজার একটি বিষয় দিয়ে লেখাটি শুরু করছি। ছোটবেলায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘ক্রিক বেবি’ নামে ডাকা হত। এর কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে যদি তার বন্ধুরা গোল করতে না পারতো তাহলে সে কান্না শুরু করে দিত। সত্যিই অদ্ভুত এক মানুষ ক্রিস্টিয়ানো রোনালদো তবে এই অদ্ভুত মানুষটির জীবনই এক সময় সংকটাপন্ন ছিল।

ছোটবেলায় রোনালদোর হৃদপিন্ডের অপারেশন হয়েছিল। সেই অপারেশনটি যদি সফল না হতো ফুটবল বিশ্ব দেখতে পেতো এমন গতির ঝড়। বিশ্বের যত নামীদামী ফুটবল তারকা রয়েছে তারা সবাই ছোটবেলা থেকেই পাড়ার গলিতে, মাঠে-ঘাটে ফুটবল নিয়ে দাঁপিয়ে বেড়িয়েছেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো শুধুমাত্র দিনের বেলায়ই নয় রাতে ঘুমানোর সময়ও তার সঙ্গী ছিল ফুটবল। তার বিছানার পাশে সবসময় ফুটবল থাকতো।

পাঠক জেনে নিন ক্রিস্টিয়ানো রোনালদোর ৩৪ চ্যাম্পিয়ন্স লীগ রেকর্ড গুলো:-

১। চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতা
( ১০৫*)

২। চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ অ্যাসিস্ট ৩১*

৩। চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ ৭ হ্যাটট্রিক

৪। চ্যাম্পিয়ন্স লীগে প্রথম খেলোয়াড়
হিসেবে গ্রুপ পর্বে ১১ গোল করার সুবাদে
গ্রুপ স্টেজে সর্বোচ্চ গোল করার রেকর্ড অর্জন
করেন।

৫। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স
লীগের ইতিহাসে ১ মৌসুমে সবচেয়ে
বেশি ১৭ গোলের রেকর্ড গড়েন।

৬। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৮
চ্যাম্পিয়নস লীগে ম্যাচে গোল ।

৭ । চ্যম্পিয়ন্স লিগের ইতিহাসে হেডে
সর্বোচ্চ (১৮*) গোল।

৮। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে ১ বছরে
(২০১৫ সাল ) সবচেয়ে বেশি ১৬ গোলের
রেকর্ড গড়েন।

৯। চ্যম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম
প্লেয়ার হিসেবে টানা ১৩ টি এওয়ে
ম্যাচে গোল করেছেন ক্রিস্টিয়ানো
রোনালদো

১০। চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ অ্যাওয়ে
গোলদাতা (৫১*)

১১। চ্যম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম
প্লেয়ার হিসেবে টানা ১৪ টি ম্যাচ
জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

১২। চ্যম্পিয়ন্স লিগের ইতিহাসে নক আউট
পর্বে সবচেয়ে বেশী গোল (৫৪*)

১৩। চ্যম্পিয়ন্স লিগের ইতিহাসে নক আউট
পর্বে সবচেয়ে বেশী জয় (৩৮*)

১৪। চ্যম্পিয়ন্স লিগের ইতিহাসে নক আউট
পর্বে সবচেয়ে বেশী ম্যাচ খেলা (৬৬*)

১৫। চ্যাম্পিয়ন্স লীগ ইতিহাসে
সেমিফাইনালে সর্বোচ্চ ১৩ গোল

১৬। চ্যাম্পিয়ন্স লীগ ইতিহাসে
পেনাল্টিতে সর্বোচ্চ ১১ গোল

১৭ । চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ ৬৬ ম্যাচে
গোল

১৮। চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ ২৯ জোড়া বা তার বেশি
গোল

১৯। চ্যাম্পিয়ন্স লীগে ১ সিজনে সর্বোচ্চ ৩
হ্যাটট্রিক ।

২০। চ্যাম্পিয়ন্স লীগে ১ সিজনে গ্রুপ
স্টেজে সর্বোচ্চ ২ হ্যাটট্রিক ।

২১ । চ্যাম্পিয়ন্স লীগ ইতিহাসে সর্বোচ্চ ১২
ফ্রিকিক গোল ।

২২। প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ২
মৌসুম ১৫+ গোল ।

২৩। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ ২০ গোল ।

২৪। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস
লীগে ভিন্ন দুইটি ক্লাবের হয়ে ফাইনালে
গোল ।

২৫। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে ১০০ গোল

২৬ । প্রথম খেলোয়াড় হিসেবে নক আউট পর্বে ৫০ গোল

২৭ নক আউট পর্বে টানা ২ ম্যাচে হ্যাটট্রিক

২৮ । চ্যাম্পিয়ন্স লীগে টানা ৬ মৌসুমে ১০ বা তার বেশি গোল ।

২৯। চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ ৬ বার সর্বোচ্চ গোলদাতা

৩০ । চ্যাম্পিয়ন্স লীগে টানা সর্বোচ্চ ৫ বার সর্বোচ্চ গোলদাতা

৩১। চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ ৫৪ হোম গোল ।

৩২। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের ৩ ফাইনালে গোল

৩৩। এক ক্লাবের বিপক্ষে সর্বোচ্চ ৯ গোল ( বায়ার্ন মিউনিখ )

৩৪। ১ গোলকিপারের বিপক্ষে সর্বোচ্চ ৯ গোল ( ম্যানুয়েল নূয়ার ও জোহান উইল্যান্ড )

নিউজ সম্পর্কে আপনার বস্তুনিস্ঠ মতামত প্রদান করুন

টি মতামত

সর্বশেষ সংবাদ

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728