Saturday, January 20, 2018

মঙ্গল গ্রহের টিকিট কেটেছেন আড়াই কোটি মানুষ!

নিউজ ডেস্ক::১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ভারতীয় মঙ্গল গ্রহে যেতে চান। আগামী বছরের ৫ মে নাসার যান ‘ইনসাইট’ মঙ্গলের দিকে যাত্রা করার কথা। নাসার ওই ইনসাইটে টিকিট বুক করেছেন আগ্রহীরা।

নাসা এক বিবৃতিতে বলছে, যারা মঙ্গলে যেতে নাম লিখিয়েছেন, অনলাইনের মাধ্যমে তাদের বোর্ডিং পাস দেওয়া হবে। অবশ্য বিশ্বের বিভিন্ন দেশের ২ কোটি ৪২ লাখ ৯ হাজার ৮০৭ জন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নাসায় নাম দিয়েছেন।

নাসা গত বুধবার জানিয়েছে, মঙ্গল অভিযানে যেতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে যত নাম এসেছে, এ তালিকায় প্রথমে যুক্তরাষ্ট্র। দেশটির ৬ লাখ ৭৬ হাজার ৭৭৩ জন মঙ্গলে যেতে চান। দ্বিতীয় অবস্থানে চীন। দেশটির ২ লাখ ৬২ হাজার ৭৫২ জন মঙ্গল গ্রহে যেতে চান। তালিকায় ভারত তৃতীয়।

মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন, নাসার অভিযানে মঙ্গল গ্রহে যেতে ইচ্ছুক মানুষের তালিকার প্রথমে যুক্তরাষ্ট্রের নাম থাকাটা বিস্ময়ের নয়। তবে তালিকায় চীনের পরই ভারতের নাম থাকাটা তাৎপর্যপূর্ণ।

নাসার জেট পরিচালন গবেষণাগারের (জেট প্রপালসন ল্যাবরেটরি) অ্যান্ড্রু গুড বলেন, নাম জমা দেওয়ার শেষ দিন ছিল গত সপ্তাহে।

নিউজ সম্পর্কে আপনার বস্তুনিস্ঠ মতামত প্রদান করুন

টি মতামত

সর্বশেষ সংবাদ

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031