Thursday, December 14, 2017

শরীরের এই সমস্ত স্থানে তিল থাকলে যা হয়!

লাইফস্টাইল ডেস্ক::আমরা অনেকেই জোত্যিষবিদ্যাসহ অন্যান্য বিদ্যা বিশ্বাস করি না। তছাড়া যুগ যুগ ধরে সমাজের প্রচলিত অনেক বিষয়কে আমরা কুসংস্কার বলে থাকি। অনেকে এটা বিশ্বাস করি অনেক আবার করি না। চলুন দেখে নেই শরীরের কোথায় তিল থাকলে আপনি অর্থ কষ্টে ভূগতে পারেন।

বাম গালে তিল: বাম দিকের গালে তিল থাকলে আপনার আয় থাকবে বিপুল। কিন্তু টাকা খরচও হবে জলের মতো। ফলে সঞ্চয় করতে পারবেন না।

ঠোঁটের নীচে তিল: ঠোঁটের নীচে তিল থাকলে অনেক সময় তা দেখতে সুন্দর লাগে ঠিকই। কিন্তু অর্থকষ্টের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে।

বাম হাতের তালুতে তিল: টাকা হাতে রাখা আপনার জন্যও মুশকিল। আয় করবেন যথেষ্ট। কিন্তু আয়ের চেয়ে ব্যয় হবে বেশি।

বাম হাঁটুতে তিল: সঞ্চয় করার অনেক চেষ্টা করবেন আপনি। কিন্তু অর্থকষ্টে ভুগতে হতে পারে আপনাকেও।

তর্জনীতে তিল: তর্জনীতে তিল থাকলে টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় সারা জীবন ভুগতে হতে পারে আপনাকে।

ভ্রূ-তে তিল: ভ্রূয়ের মধ্যে বড় তিল অর্থকষ্টের ইঙ্গিত দেয়। এঁদের বিবাহিত জীবনও খুব একটা সুখের হয় না। বেশিরভাগ জীবনই কেটে যায় টানাপোড়েনের মধ্যে।

বাম বগলে তিল: বাম বগলে তিল থাকলে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন আপনি। শারীরিক সমস্যাজনিত কারণে প্রচুর টাকা খরচ হতে পারে আপনার।

নিউজ সম্পর্কে আপনার বস্তুনিস্ঠ মতামত প্রদান করুন

টি মতামত

সর্বশেষ সংবাদ

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031