Thursday, January 18, 2018

পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজদের মধ্যে খালেদা জিয়া তিন নম্বর: হানিফ

নিউজ ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজদের মধ্যে বেগম খালেদা জিয়া তিন নম্বর। তাই দুর্নীতির মামলার সাজা থেকে বাঁচতে তিনি প্রধানমন্ত্রী বরাবর উকিল নোটিশ পাঠিয়ে, জনগণের দৃষ্টি ফেরাতে নাটক করছেন।

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ষ্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে রিজভীর এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, রংপুরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড অনেক আগে থেকেই দুর্বল। নির্বাচনে তারা হেরে যাবে বলেই এসব মিথ্যাচার করছে।

এ সময় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি সদও উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ অনুপকুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। এর পর মশাল জ্বালিয়ে সপ্তাহব্যাপী এ প্রতিযোগীতার উদ্ধোধন ঘোষণা করেন তিনি।

সূত্র:: বাংলাদেশ জার্নাল

নিউজ সম্পর্কে আপনার বস্তুনিস্ঠ মতামত প্রদান করুন

টি মতামত

সর্বশেষ সংবাদ

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031