Thursday, January 18, 2018

পূর্ণ নাগরিক মর্যাদায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: জাতিসংঘ

নিউজ ডেস্ক::জাতিসংঘের সাধারণ পরিষদ রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের ভয়াবহ দমন অভিযানের নিন্দা জানিয়ে বেশিরভাগ সদস্যদেশের ভোটে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে এই প্রস্তাবের খসড়া সাধারণ পরিষদে উত্থাপন করা হয়েছিল।

প্রস্তাবটির পক্ষে ১২২ ভোট ও বিপক্ষে মাত্র ১০ ভোট পড়ে। এ ছাড়া, ভোটদানে বিরত ছিলেন ২৪ দেশের প্রতিনিধিরা। প্রস্তাবে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা ও নিধনযজ্ঞ বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সেইসঙ্গে জাতিসংঘকে মিয়ানমার বিষয়ক একজন বিশেষ প্রতিনিধি নিয়োগেরও প্রস্তাব দেয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদিত প্রস্তাবে রাখাইন প্রদেশের দুর্গত এলাকাগুলোতে ত্রাণকর্মীদের প্রবেশ করতে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে সব রোহিঙ্গা মুসলমানকে পূর্ণ নাগরিক মর্যাদায় তাদের ঘরবাড়িতে ফেরার অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পার্সটুডে

নিউজ সম্পর্কে আপনার বস্তুনিস্ঠ মতামত প্রদান করুন

টি মতামত

সর্বশেষ সংবাদ

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031