Thursday, January 18, 2018

শ্রীমঙ্গলে বড়দিন উদযাপিত

শ্রীমঙ্গল সংবাদদাতা:: আনন্দ সমাবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে ভিতর দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত হয়েছে।

সোমবার সকাল থেকে বড়দিন উপলক্ষে শ্রীমঙ্গলে শহরের ক্যাথলিক মিশন রোডস্থ খ্রীষ্টান মিশন শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে জড়ো হতে থাকেন চা বাগানের শ্রমিক, খাসিয়া ও গাড়ো জনগোষ্টী এবং বাঙ্গালী খ্রীষ্ট ধর্মবলম্বীরা।

সিলেট ধর্মপ্রদেশের ধর্মগুরু বিশপ মিওটানিয়াস গমেজ সিএসসিএর পৌরহিত্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ধর্মপল্লীর পুরোহিত সুব্রত বনিফাস টলেন্টিনু সিএসসি, সহকারী পাল পুরোহিত ফাদার লরেন্স টপ্য, ফাদার যেসেফ বাগনার গনসালভেস, সিএসসি, ফাদার দিগন্ত চাম্বগং, সিএসসি, ঢাকা থেকে আগত ফাদার নিকোলাস বাকৈ, সিএসসি, ফাদার গাব্রিয়েল টপ্য,সিএসসি, ফাদার তুষার. ফাদার কাকন, ডমনিক সরকার রনি ও জন বিদেশী ফাদার সহ বিভিন্ন ধর্মপল্লীর পুরোহিত। অনুষ্ঠানে বানী পাঠ, ব্যাখ্যা, যোগ্য উৎসর্গ ও বিদায়ী প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সঙ্গীত পরিচালনা করেন পংকজ কুন্দ ।

নিউজ সম্পর্কে আপনার বস্তুনিস্ঠ মতামত প্রদান করুন

টি মতামত

সর্বশেষ সংবাদ

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031