Thursday, January 18, 2018

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৭১ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক::সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) দেশটির রাজধানী সানায় বিমান হামলায় নিহত হয় ১১ জন। এই হামলায় নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ২ জন নারী রয়েছে।

এ বিষয়ে হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, রবিবার (২৪ ডিসেম্বর) সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৪৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে যাদের মধ্যে ১১ শিশু রয়েছে। অন্তত ৫১ বার এই বিমান হামলা চালানো হয়।

তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। হুথি ও সালেহ জোট রাজধানী সানা দখল করলে দেশটির প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে নির্বাসনে যান। ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট হাদির সমর্থনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

নিউজ সম্পর্কে আপনার বস্তুনিস্ঠ মতামত প্রদান করুন

টি মতামত

সর্বশেষ সংবাদ

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031