নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল ৮টি পদে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা আগামী কাল

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ ৮ বছর পর আগামীকাল ( শুক্রবার) ৮টি পদে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা। তবে ৮টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক দুটি পদ নিয়ে বেশী আলোচনা হচ্ছে। এর মধ্যে সভাপতি/সম্পাদকসহ ৮ জন প্রার্থী বিজয়ী হবেন। প্রত্যকটি পদের প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্র জানায়, ১৩ ইউনিয়ন ও পৌরসভায় কাউন্সিলর সংখ্যা ২৯৪ জন। এছাড়াও উপজেলা কমিটি থেকে ১৫ জনকে কাউন্সিলর করা হয়েছে। মোট ৩০৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৯শে মার্চ শহরের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে ত্রি-বার্ষিক এ কাউন্সিলের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৮ বছর পর আয়োজিত এ কাউন্সিলে সরকারী দলের নবীন-প্রবীণ প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২জন প্রার্থী বর্তমান সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান মুকুল। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন সাবেক সভাপতি মরহুম আব্দুল মতিন চৌধুরীর (মতিন মাষ্টার) ছেলে বর্তমান যুগ্ম সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক আবু সিদ্দিক প্রতিদ্বন্দ্বীতা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক ৩টি পদে ৪জন প্রার্থী হলেন এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংবাদিক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট গোবিন্দ দাশ, মো. আনছার উদ্দিন মাঠে রয়েছেন। সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে প্রার্থী হলেন মোস্তাক আহমেদ মিলু, পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, মো. আনোয়ার মিয়া, গৌরগোবিন্দ পাল, রাব্বী আহমদ চৌধুরী মাক্কু, মোঃ আবু ইউছুফ। কাউন্সিল ঘিরে সরব আলোচনায় মুখরিত উপজেলার জনপদ। উৎসবমুখর আয়োজনে কেন্দ্রীয় এবং বিভাগীয় আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।