রাজনগরে ব্যবসায়ীকে অপহরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মধুরবাজারের ব্যবসায়ী এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বৃহস্পতিবার রাজনগর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমীরপুর (খালদার) গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তফাজ্জুল হক বাবর (২০) বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার ন্যাশনাল ব্যাংক থেকে তার ভাইয়ের পাঠানো রেমিট্যান্সের ৩ লাখ টাকা তোলার জন্য মৌলভীবাজার যায়। এ সময় একই ইউনিয়নের রক্তা গ্রামের জামাল মিয়ার ছেলে মুহিব মিয়া (৩৫) ও দু’গাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে জুবেল মিয়া (৩০) তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত মুহিবের সঙ্গে তার পরিবার যোগাযোগ করলে সে জানায়, তারা একসঙ্গে ওইদিন সকাল ১১টা পর্যনত্ম মৌলভীবাজার ছিল। পরে সে বাড়িতে চলে আসে। তারা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। পরে বৃহস্পতিবার দুপুরে অপহৃতের চাচা লেফাছ মিয়া থানায় জিডি (১০৮০) করেন।