‘ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়’

ডেস্ক রিপোর্ট : সরকার পতনে ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে আওয়ামী লীগ রাজি নয় বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।তিনি বৃহস্পতিবার দুপুরে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে মহানগর উত্তর যুবলীগ আয়োজিত হরতালবিরোধী এক সমাবেশে একথা বলেন।
হানিফ বলেন, ‘সরকার উৎখাত করতে খালেদা জিয়া বহু ষড়যন্ত্র করেছেন। এখন আবার কি ষড়যন্ত্র করছেন জনগণ তা জানতে চায়। জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বুঝতে পেরে খালেদা জিয়া বিকল্প পথ খুঁজছেন।’
তিনি বলেন, ‘আমরা সব সময় বলে এসেছি আমরা দেশের যে কোনো সমস্যা আলোচানা মাধ্যমে সামাধান করতে চাই। কিন্তু বগুড়ায় খালেদা জিয়া সরাসরি বলেছেন তারা আলোচনা চায় না।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যখন সকল পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছিল তখনই খালেদা জিয়া সেনা বাহিনীকে রাজনীতি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’ বিএনপিকে ধ্বংসযজ্ঞ চালিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র পরিহার করারও আহ্বান তিনি।