নগরীতে আ’লীগের হরতাল বিরোধী মিছিল-সমাবেশ

ডেইলি সিলেট ডেস্ক: বিএনপিসহ ১৮দলীয় হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরীর সিটি পয়েন্ট এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্বীনব্রিজস্থ সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে এক সংপ্তি সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যহত করার অপচেষ্টা চালাচ্ছেন। খালেদা শুধু দেশের বিরুদ্ধে কাজ করেনি, বরং তার স্বামীর নীতিকেও অমান্য করছেন।
তিনি বলেন, ১৯৭১সালের এই দিনে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। অথচ খালেদা জিয়া এই দিনে হরতাল আহ্বান করলেন। তাই তাকে ধিক্কার দেওয়া ছাড়া কোন উপায় নেই।সভাপতির বক্তব্যে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য
১৮দলীয় জোটের ডাকা হরতাল সিলেটবাসী প্রত্যাখান করেছেন। মানুষ বিএনপি-জামায়াতের নৈরাজ্যকে ঘৃণাভরে প্রত্যাখান করায় বেগম খালেদা জিয়া এখন দেশের সেনাবাহিনীকে উস্কানী দিয়ে গণতন্ত্রকে হত্যা করতে চাইছেন। তিনি বলেন, তাঁর এই মনোভাসনা পূরণ হতে দেশের মানুষ দেবে না। সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী
সুফিয়ান, সংসদ সদস্য ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর আবদুল খালিক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আজহার উদ্দিন জাহাঙ্গীর, জেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর জগদ্বীশ দাশ, আওয়ামীগ নেতা, অ্যাডভোকেট শামসুল ইসলাম, অ্যাডভোকেট নাছির উদ্দিন খান ও দণি সুরমা
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রইছ আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান প্রমুখ।