দলের সিনিয়র ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৈঠকে বিরোধী জোটের সর্বশেষ ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি, চলমান রাজনীতি, সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি, খালেদা জিয়ার আসন্ন বিভিন্ন জেলা সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। চেয়ারপারসনের গুলশান অফিসের এক কর্মকর্তা জানান, সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্য ও আঠারো দলীয় জোটের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে.জেনারেল (অব.) আবদুল মঈন খান, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।