এক পর্যায়ে ভোর ৩টার দিকে পুলিশের সঙ্গে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকালে এই সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। গ্রামবাসীকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই ২ জন এবং আহতদের হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতের বাড়িতে স্থানীয়রা ভীড় জমাচ্ছেন। এছাড়া ঘটনার প্রতিবাদে সোনা মসজিদ সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
চাঁপাইনবাবগঞ্জের এসএসপি সার্কেল মতিউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ভোরে ওই উপজেলার শ্যামপুরে আসমি ধরতে গেলে জামায়াত-শিবির গ্রামবাসীদের নিয়ে পুলিশের ওপর চড়াও হয়।’
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়েছে কিনা তা তিনি জানেন না বলে জানান