ইসলাম অবমাননা বন্ধে শাস্তির বিধান রেখে জাতীয় আইন পাসের দাবি : ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ইসলামপন্থীদের

ডেস্ক রিপোর্ট : মহান আল্লাহ, রাসুল (সা.) এবং ইসলাম অবমাননাকারী নাস্তিকদের গ্রেপ্তার ও শাস্তি প্রদান এবং ইসলাম অবমাননার বন্ধে শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাসের দাবিতে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।শুক্রবার মতিঝিলের শাপলা চত্বরে ছয়দফা দাবিতে আয়োজিত সমাবেশে দলের সভাপতি চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এই কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে আগামী ৫ এপ্রিলের মধ্যে নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার এবং তাদের শাস্তি প্রদানের উদ্যোগ না নিলে আল্লামা শফীর আহ্বানে ৬ এপ্রিলের লংমার্চে সমর্থন ঘোষণা করেন তিনি। এছাড়া মিয়ানমারে মুসলিমদের ওপর অব্যাহত গণহত্যা বন্ধের দাবিতে আগামী ৪ এপ্রিল ঢাকাস্থ জাতিসংঘ দূতাবাসে স্মারকলিপি প্রদান করবে ইসলামী আন্দোলন। আর মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে ৮ ও ৯ মে মিয়ারমার অভিমুখে লংমার্চ করবে দলটি।
এছাড়া সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনসহ ছয়দফা দাবিতে ১৯, ২০ ও ২১ এপ্রিল ঢাকা থেকে কুয়াকাটা অভিমুখে, ১৩, ১৪ ও ১৫ মে ঢাকা থেকে তেতুলিয়া অভিমুখে এবং ২ ও ৩ জুন ঢাকা থেকে সিলেট অভিমুখে রোড মার্চ করা হবে।
একই দাবিতে আগামী ১ মে ঢাকায় শ্রমিক-জনতা সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।