হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে রোমে বিক্ষোভ

নাজমুল হুসেন,মিলান প্রতিনিধি : বাংলাদেশে সম্প্রতি সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের উপর হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটতরাজের বিরুদ্ধে ওম হিন্দু ইন্টারন্যাশনাল স্যোশাল এন্ড কালচালারাল এসোসিয়েশন, রোমের উদ্যোগে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়।২৪ শে মার্চ ধর্ম যার যার দেশ সবার এই স্লোগানকে সামনে রেখে রাজধানী রোমের আর্ন্তজাতিক রেলস্টেশন রোমা টারমিনালে প্রতিবাদ সভায় আগত বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় কোন একটি নির্দিষ্ট ব্যক্তি যুদ্ধ করেনি, মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের লোক অংশ নিয়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজ অত্যান্ত দুঃখজনক হলো বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীদের মূর্তি মন্দিরের উপর যেভাবে হামলা করা হচ্ছে, তা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। বক্তারা আরো বলেন, কে হিন্দু, কে মুসলিম তা বড় কথা নয়, বড় কথা আমরা সবাই মানুষ আমাদের সকলের মনুষত্য থাকা উচিত। হিন্দু সম্প্রদায়ের পূজনীয় বিভিন্ন মূর্তি, মন্দিরে হামলার ঘটনায় বক্তারা জামায়াত শিবিরকে দায়ী করে এ ধরনের ঘটনার পূর্ন তদন্তের প্রেক্ষিতে দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ওম হিন্দু ইন্টারন্যাশনাল স্যোশাল এন্ড কালচালারাল এসোসিয়েশন এর সভাপতি অনুপ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধূমকেতু স্যোশাল অর্গানাইজেশন এর কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ এর সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগ এর সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল, ইতালী যুবলীগ এর সাবেক সভাপতি কিটন সিকদার, প্রেসক্লাবের সভাপতি খান রিপন, ইতালী বিএনপির সহ সভাপতি মমিনুল ইসলাম, ইতালী যুবলীগ এর সভাপতি লিটন মোল্লা, সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সীমা চৌধুরী, শ্যামল বিশ্বাস, সঞ্জয় ঘোষ, বঙ্কিম মন্ডল সহ প্রমূহ।