কুলাউড়ার রাবেয়া স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেছেন, মানসম্মত শিক্ষার উন্নয়নে শ্রেনী কক্ষে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদানে শিক্ষকরা মনোনিবেশ ও দায়িত্বশীল হতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষানীতি বাস্তায়ন করছে।তাই এ মানসস্মত শিক্ষানীতির আলোকে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকরা সকলে আন্তরিকতার সহিত কাজ করে যেতে হবে। গত ২৮ মার্চ বৃহস্পতিবার কুলাউড়া শহরে রাবেয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন পরির্দশনে সন্তোষ প্রকাশ করে বলেন, ছাত্র-ছাত্রী শিক্ষক, অভিভাবকদের উদ্দ্যেশে তিনি এ কথা বলেন। তিনি বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক বিভিন্ন প্রশ্ন জিঙ্গাসা করেন ও মানসম্মত শিক্ষার ব্যাপারে পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামছুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শরিফ-উল ইসলাম, জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, রাবেয়া আর্দশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালামসহ অন্যান্য শিক্ষিকা বৃন্দ। উল্লেখ্য, এবার থেকে রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে সরকারের সিদ্বান্ত অনুযায়ী প্রতি উপজেলায় একটি করে প্রথমে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত ক্লাস বৃদ্ধি করা হয়।