কুলাউড়ায় একরাতে ৪টি ট্রান্সফরমার চুরি

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁওয়ে এক রাতে ৪টি ট্রান্সফরমার চুরি হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের ডাক্তার শৈলেশ রঞ্জন দত্তের বাড়ির পাশে পলস্নী বিদ্যুতের ১৫ কেভির ১টি এবং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে (বিএডিসি) তাজপুর সেচ প্রকল্পের আওতায় ১০ কেভির ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। তাজপুর সেচ প্রকল্পের পরিচালক শ্রীকানত্ম দে জানান, প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ১১টা পর্যনত্ম শিংরাউলি বিলের ২ শতাধিক একর বোরো ক্ষেতের জন্য মনু নদী থেকে পানি সেচের ব্যবস্থা করা হয়। ট্রান্সফরমার চুরি হওয়ায় তারা বিপাকে পড়েছেন। এদিকে ট্রান্সফরমার চুরির পর বিদ্যুৎহীন অবস্থায় বিপাকে পড়েছেন বোরোচাষীরা। বিদ্যুৎহীনতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীসহ স্থানীয় গ্রাহকদেরও। টিলাগাঁও পলস্নী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে সৌরভ সরকার ট্রান্সফরমার চুরির সত্যতা স্বীকার করেছেন। কুলাউড়া উপজেলা বিএডিসি সহকারী প্রকৌশলী মনির আহমদ তাদের আওতায় ৩টি ট্রান্সফরমার চুরির সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।