সিলেটে সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ২

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সকাল ৮টায় অতিরবাাড়ি নামক স্থানে অটোরিক্সা ও নোহা গাড়ির মুখোমুখি সংর্ঘষে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নারী নিহত হন। নিহত নারী অটোরিক্সা গাড়ির যাত্রী ছিলেন। অপর দুইজন গুরুতর আহত হন। নিহতের নাম আজিজুন নেছা (৭০)। তিনি সিলেটের বিশ্বনাথের আতাপুর গ্রামের আব ুজাফরের স্ত্রী। আহত হলেন নিহতের ছেলে যুক্তরাজ্য প্রবাসি আমিনুন নবী মাসকু (৫০)। অপর আহত অটোরিক্সা চালকের নাম জানাযায়নি।
নিহত আজিজুন নেছার মেয়ের জামাই মো. ছয়ফুল হক জানান, সিলেট শহর থেকে একটি অটোরিক্সা ভাড়ায় করে বিশ্বনাথে আসার পথে সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ি নামক স্থানে আসামাত্রই বিপরীত দিক থেকে আসা নোহা গাড়ির চাকার পামচাট হয়ে অটোরিক্সার গাড়ি সামনে স্বজোরে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা গাড়িটি দুমড়ে-মুছড়ে গিয়ে রাস্তায় পড়ে থাকে। ঘটনাস্থলেই নিহত হন আজিজুন নেছা। আহত হয়েছেন নিহতের ছেলে ও অটোরিক্সা চালক।