সেৌদিতে স্বপরিবারে তারেক রহমান : চলছে দেশে ফেরার প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট : ওমরাহ হজ্জ করতে স্বপরিবারে সৌদি গেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। প্রায় পাঁচ বছর পর প্রথমবার যুক্তরাজ্যের বাইরে গেলেন তিনি। এসফরে তারেকের সঙ্গে রয়েছেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের ঘনিষ্ট একাধিক সূত্র বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।এক এগারোর পরবর্তী প্রেক্ষিতে ২০০৮ সালের ১২ সেপ্টেম্বর চিকিৎসা করতে লন্ডনে আসেন তারেক রহমান। গত বছরের শেষের দিকে যুক্তরাজ্যে তাঁর রাজনৈতিক আশ্রয় আবেদন মঞ্জুর হয়। তারেক রহমানের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভাল বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা। লন্ডনে দীর্ঘ এ প্রবাসজীবনে জরুরি দরকার ছাড়া প্রকাশ্যে দেখা যায়নি তারেককে। তবে যুক্তরাজ্যে বিএনপির দুজন নেতা এবং কয়েকজন যুক্তরাজ্য প্রবাসী বন্ধু নিয়মিতই যান তারেক রহমানের বাড়িতে। এছাড়া বাংলাদেশ থেকে তারেক রহমানের একান্ত বিশ্বস্ত কয়েক বিএনপি নেতা ও তার আইনজীবীরা দেখা করতো তার সাথে।
দিনের বেশিরভাগ সময় ইন্টারনেটে পত্রপত্রিকা আর বই পড়ে সময় কাটে তারেক রহমানের। পারিবারিক প্রয়োজনে মাঝে মধ্যেই স্ত্রী-মেয়েকে নিয়ে বের হন তিনি।
তারেক রহমানের ঘনিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়ে ভাবছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বড় ছেলে।
তবে গত পাঁচ বছরে জোট সরকার আমলের অনেক প্রভাবশালী দাপুটে মন্ত্রী আর নেতারা লন্ডনে এসেও স্বাক্ষাৎ পাননি তারেকের।
তারেক রহমান প্রবাসজীবনে তার সব দেখভাল করছেন স্ত্রী জোবায়দা রহমান। স্বামীর ব্যবহারের প্রয়োজনীয় সব কিছু নিজে পছন্দ করে কেনেন জোবায়দা। পরিবারের সবকিছু দেখাশোনা করার পাশাপাশি লন্ডনের ইমপিরিয়াল কলেজে একটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।