সুপ্রীমকোর্ট বারের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন গোয়াইনঘাটের কামরুজ্জামান সেলিম

স্টাফ রিপোর্টার : সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচন কর্মকর্তা এডভোকেট কামরুজ্জামান সেলিম বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটি ২০১৩-১৪ সনের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয়তাবাদী ঐক্য প্যানেলে মনোনীত হয়ে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হন।
এডভোকেট কামরুজ্জামান সেলিম গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব ওসমান গণির বড় ছেলে। তিনি ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং সিলেট ল’কলেজ থেকে এল.এল.বি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৯ সালে সিলেট জেলা বারে আইন পেশায় যোগদান করেন। ২০০২ সাল হতে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী।
এদিকে,এডভোকেট কামরুজ্জামান সেলিম সুপ্রীম কোর্ট বারের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সিলেট জেলা আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, লন্ডনস্থ গোয়াইনঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গোলাম জিলানী এবং সেক্রেটারী সুফি মোহাম্মদ সুহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল ফাত্তাহ, এডভোকেট মির্জা ইয়াকুত হোসেন, এডভোকেট তাজরিহান জামান, এডভোকেট তাজউদ্দিন মাখন, এডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ওয়ারিছ উদ্দিন চৌধুরী সেলিম, এডভোকেট শফিউল আলম, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট আব্দুল মালেক শিহান, এডভোকেট সালমা খান, এডভোকেট ইসরাফিল আলী, আনহার মিয়া, কামরুজ্জামান দিপু, শিহাব উদ্দিন আহমদ শিহাব প্রমুখ।