সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন দোয়াসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম.এ. রউফ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সোয়ানসী আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গোলাম আবু সালেহ জুবের, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাফ, যুক্তরাজ্য যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা শাহ মো. শাফি কাদির, শেখ আনোয়ার, হাবিবুর রহমান মকবুল, যুবনেতা শামীম আহমদ, আব্দুর রহমান মনা, গোলাম কবির রুমেল, মুজিবুর রহমান, সৈয়দ মুজিবুর রহমান, আব্দুল মালিক, মোশাহিদ মিয়া, এম.এ. গফুর, মোক্তার আলী, শামসুল বারি, আবু সালে শহীদ, দুলা মিয়া, মো. আলী হাসান, আকবর আলী, ফুলরী মিয়া ও সিরাজ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবী জানান।
জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক বলেন বাংলাদেশ এখন পুর্ণজাগরণের মধ্যে আছে, মুক্তিযুদ্ধের চেতনার নবপ্রজন্ম জেগেছে।
প্রধান অতিথির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে ক্যাম্পেইনের কনভেনার মনসুর আহমদ মকিস বলেন ১৯৭১ এর মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আজ ২০১৩ সালের নবপ্রজন্মের গণজাগরণ এর যুদ্ধের সৈনিক হিসাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে কাজ করে যেতে হবে, এই হোক মহান স্বাধীনতা দিবসে আমাদের দৃপ্ত শপথ।
সভাপতির বক্তব্যে সোয়ানসী আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব রকিব মিয়া বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।