বৃটেনের কার্ডিফের ম্যানসন হাউসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এ মহান স্বাধীনতা দিবস উদযাপন

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ কাউন্টি কাউন্সিলের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ম্যানসন হাউসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্ডিফের লর্ড মেয়র রাইট অনারেবল ডেরিক মর্গানের সভাপতিত্বে ও কার্ডিফ কাউন্টি কাউন্সিলর আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন বৃটেনে বাংলাদেশের হাই কমিশনার হিজ এক্সলেন্সি মো. মিজারুল কায়েস।
সাংস্কৃতিক পর্বে কার্ডিফ বাংলা একাডেমির পরিচালক মুনীরা চৌধুরীর ব্যবস্থাপনার নবপ্রজন্মের সন্তানেরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে যুবরাজের মালিক ব্যবসায়ী আনা মিয়ার পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বৃটেনের রানীর প্রতিনিধি লর্ড লুটেনেন্ট ডং পিটার বেক কাউন্সিলর নাইজেল হাওলস, কাউন্সিলর দিলওয়ার আলী, সাংবাদিক মনসুর আহমদ মকিস, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, আলহাজ্ব আব্দুল মজিদ, আমিনুর রশিদ, দিলাবর হোসাইন, আলী আকবর, আনা মিয়া, শেখ তাহির উল্ল্যা, এম.এ. মালিক, গোলাম মর্তুজা, ড. সৈয়দ আং লতিফ, মো. মুজিব, হারুন তালুকদার, দিলওয়ার চৌধুরী, এ. সেলিম আহমদসহ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা সহ নবপ্রজন্মের সন্তানেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার হিজ এক্সলেন্সি মিজারুল কায়েস এই আয়োজনের জন্য লর্ড মেয়র ও কাউন্সিলর আলী আহমদসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতার বিভিন্ন দিক তুলে ধরেন।