রাজধানীতে জাল রুপি চক্রের চার পাকিস্তানিসহ গ্রেপ্তার ১৬

ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার পাকিস্তানি নাগরিকসহ ১৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল থেকে শনিবার ভোররাত পর্যন্ত রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, বায়তুল মোকাররম, নিকুঞ্জ-২ ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আটটি ককটেল এবং প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় রুপির জাল নোট উদ্ধারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার নজরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই একটি চক্রের সদস্য, যারা নগরীতে জাল নোট তৈরি ও সরবরাহ ছাড়াও বিভিন্ন অপকর্মে লিপ্ত।’ গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রথমে নিকুঞ্জ-২ এলাকার একটি বাসা থেকে ১ কোটি ২৯ লাখ টাকার সমপরিমাণ জাল রুপিসহ চার পাকিস্তানিকে আটক করা হয়। এছাড়া কাঁঠাল বাগানে অভিযান চালিয়ে একটি বাসা থেকে ডা. ফরিদসহ ১২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে আটটি ককটেল, বই ও পাসপোর্ট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ডা. ফরিদ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা ওই বাসায় একত্রিত হয়েছিলেন। তবে জামায়াত সূত্রে এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকারী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মশিউর রহমান খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে