খালেদা আরও রক্ত চান, লাশ চান : সৈয়দ আশরাফুল ইসলাম

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের বিরুদ্ধে বিএনপির এক দফা দাবি হচ্ছে খালেদা জিয়ার ক্ষমতায় যাওয়া। বিরোধী দলীয় নেত্রী আলোচনায় বিশ্বাস করেন না। তার একমাত্র চাওয়া ক্ষমতা। আর ক্ষমতায় যাওয়ার জন্য তিনি রক্ত চান, আরও লাশ চান। ‘প্রয়োজনে আরও লাশ পড়বে’ মানিকগঞ্জে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন। সৈয়দ আশরাফ প্রশ্ন তোলেন, “বাংলাদেশের মানুষ কেন তাকে (খালেদা জিয়া) ক্ষমতায় যাওয়ার জন্য রক্ত দেবেন? জীবন দেবেন? যাতে করে তিনি আবার ক্ষমতায় আসলে তার ছেলেরা দুর্নীতি করতে পারেন?” এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অভিযোগ করেন, “খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য সংখ্যালঘুদের উপর হামলা করেছেন। তারই নির্দেশে রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা করা হয়েছে। তিনি আজ অবৈধ পথে ক্ষমতায় আসার জন্য সারা দেশে তাণ্ডবলীলা চালাচ্ছেন।” শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ খালেদা জিয়ার বিরুদ্ধে রুখে দাড়াঁবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় বিরোধী দলীয় নেত্রীকে মোকাবিলার করারও ঘোষণা দেন সৈয়দ আশরাফ। সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোঃ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাইদ্দিন নাসিমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।