আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের মুলতবি সভা রবিবার

ডেস্ক রিপোর্ট : বিরোধী জোটের কর্মসূচি মোকাবেলা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে আগামী রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক মুলতবি সভা অনুষ্ঠিত হবে।গণভবনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস আরটিএনএন-কে সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিরোধী দলের অব্যাহত আন্দোলন বিশেষ করে হরতাল মোকাবেলা এবং সংগঠনের ঝিমিয়ে পড়া শাখাগুলোকে সক্রিয় করাসহ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
এছাড়া আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার লক্ষ্যে এই সভা ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য শ্রী সুজিত রায় নন্দী আরটিএনএন-কে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করা এবং দলকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সব সদস্যকে সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন