হেফাজতে ইসলামের লংমার্চে এরশাদের সমর্থন

ডেস্ক রিপোটর্: ইসলাম ও রাসুল (সা.) এর বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ’ ছড়ানোর প্রতিবাদে হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচিতে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি শনিবার দুপুরে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউটে নগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন। শাহবাগে সরকার সমর্থক আন্দোলনকারীদের কড়া সমালোচনা করে এরশাদ বলেন, ‘শাহবাগের আন্দোলন জাতিকে দুইভাগে বিভক্ত করে ফেলেছে। একভাগে আছে নাস্তিকরা আর আরেকভাগে মুসলিমরা।’ এ সময় তিনি সরকারকে গণজাগরণ মঞ্চ ভেঙে দেয়ার আহ্বান জানান। বলেন, ‘শাহবাগের আন্দোলন ভেঙে দিন। ১৯৭০ এর নির্বাচন এবং ৭১’র মুক্তিযুদ্ধ ছাড়া এদেশে আর কখনও গণজাগরণ হয়নি।’ দেশে ফের ওয়ান-ইলেভেন পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে অবিলম্বে সংলাপের মধ্যেমে সংঘাত নিরসনের আহ্বান জানান সাবেক এই স্বৈরশাসক।
তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেন কিভাবে এসেছিল আমরা সবাই জানি। কারা লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করেছিল তা-ও আমরা জানি। ওয়ান-ইলেভেনের পর আপনি, খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। আমার চেয়ারম্যানশিপ চলে গিয়েছিল। আমরা সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম।’
ক্ষমতাসীন মহাজোটের শরিকর এই জাপা চেয়ারম্যান বলেন, ‘এখন আবারও যে ওয়ান-ইলেভেন আসবে না তার নিশ্চয়তা কে দেবে? সেজন্য আলোচনায় বসে, সংলাপের মাধ্যমে সমঝোতা করুন। না হলে দেশে রক্তগঙ্গা বইয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘মহাজোটে থাকব কি থাকব না সেটা সময় বলে দেবে। জাতীয় পার্টি আগামীতে এককভাবে ক্ষমতায় যেতে চায়। কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না।’ আগামী নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে অন্তর্বর্তী সরকারের ফর্মুলা দিয়েছি। এ ফর্মুলা মেনে নির্বাচন দিন। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই।