প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মের সংগ্রাম অব্যাহত রাখতে হবে -নাসিম হোসাইন

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট মহানগর সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন বলেছেন, স্বাধীনতার ৪২ বছর পরও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কোটি কোটি মানুষ। রাজনৈতিক বিরোধীতার কারণে একটি গোষ্ঠী স্বাধীনতাকে তাদের ব্যক্তিগত অর্জন হিসেবে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। দেশের মুক্তিকামী জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। ক্ষমতাসীন তাবেদার শক্তি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীদের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলাদেশকে রক্তাক্ত লাশের জনপদে পরিণত করেছে। প্রকৃত স্বাধীনতা অর্জনে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এ সকল সংগ্রামে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অবরুদ্ধ দৈনিক আমার দেশ সম্পাদক সাহসী কলম সৈনিক কারা নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্ম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আজ ঐক্যবদ্ধ। দেশপ্রেমিক জনতাকে তাদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল শুক্রবার দৈনিক আমার দেশ পাঠকমেলা সিলেট-এর উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবস এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট পাঠকমেলার সহ-সভাপতি আদিল রশিদ হুমায়ুন-এর সভাপতিত্বে ও সেক্রেটারী এমজেএইচ জামিল ও সুলায়মান আল মাহমুদ-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুর রহীম, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র।
পাঠকমেলার সদস্য আবু সাঈদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পাঠকমেলার সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, কবিতা আবৃত্তি করেন পাঠকমেলার সদস্য ও বিশিষ্ট নাট্যাভিনেতা মিনহাজুর রহমান ফয়সাল। বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফয়েজ মর্তুজা, সিলেট পাঠকমেলার ছাত্র কল্যাণ সম্পাদক আলী আকবর রাজন, ৮ নং ওয়ার্ড পাঠকমেলার আহবায়ক আব্দুল খালিক সাদি, সিনিয়র যুগ্ম আহবায়ক মাজেদুল হক চৌধুরী, সদস্য সচিব তাসনিম জায়েদ, পাঠানটুলা জামেয়া পাঠকমেলার সভাপতি খলিলুর রহমান, ছাত্রনেতা জুবেল আহমদ, আহমদ আলী সিদ্দিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঠকমেলার সদস্য মামুনুর রশিদ, কামরুল হাসান, বদরুল হাসান শিহাব, জাকির ইবনে মানিক বখত, মারুফ হোসাইন খান, চৌধুরী পাঞ্জেরী, আব্দুল মুমিত প্রমুখ। অনুষ্ঠানে সমসাময়িক বিষয়াদি নিয়ে স্বরচিত একটি প্যারোডি গান পরিবেশন করেন সুলায়মান আল মাহমুদ।
বক্তারা বলেন, প্রকৃত দেশপ্রেমিক তরুণ প্রজন্মই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। নষ্ট-ভ্রষ্টরা কখনই আন্দোলন সংগ্রামে অংশ নেয়নি। দেশকে বিভক্ত করার সকল ষড়যন্ত্র দেশপ্রেমিক তরুণ প্রজন্ম রুখে দাঁড়াবেই। আমার দেশ পত্রিকা ও এর সম্পাদককে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। সকল বাঁধার পাহাড় মাড়িয়ে আমার দেশ আজ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রধান মুখপত্রে পরিণত হয়েছে। সুতরাং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী আমার দেশ ও এর সিপাহশালার মাহমুদুর রহমান-এর উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন।