কুমিল্লায় পুলিশ-জামায়াত সংঘর্ষ : পুলিশসহ আহত ১০

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা নগরীর লাকসাম রোডের কাসেমুল উলুম মাদ্রাসা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশসহ অন্তত ১০ আহত হয়েছে।পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, শর্টগান থেকে অর্ধশতাধিক গুলি ছুড়েছে। এ সময় পুলিশ কুমিল্লা নগর জামায়াতের নায়েবে আমির মাস্টার আমিনুল হকসহ ৬ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লাকসাম রোডের উক্ত স্থানে মিছিল বের করে।
মিছিলটি সামনে দিকে এগোতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে অন্তত অর্ধশতাধিক রাউন্ড শর্টগানের গুলি, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে পুলিশের এক এসআই ও এক কনস্টেটেবল আহত হয়। এছাড়া জামায়াত-শিবিরের ৮ জন আহত হয়