মঙ্গলবার সারা দেশে ছাত্রশিবির এর হরতাল
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ, ২০১৩ ৪:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসাইনকে সোমবারের মধ্যে না ছাড়লে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। শিবিরের ঢাকা মহানগরের (উত্তর) প্রচার সম্পাদক কামরুল হাসান নতুন বার্তা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। হরতালের পরেও দেলাওয়ারকে না ছাড়লে কঠোর কর্মসূচি দেয়া হতে পারে। সেই কর্মসূচিতে হরতালও থাকবে বলে জানান তিনি। রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর শ্যামলী থেকে দেলাওয়ার হোসাইনকে আটক করা হয়।