সংশোধিত আরপিওতে সেনা মোতায়েনের প্রস্তাব থাকছে না

ডেস্ক রিপোর্ট : বিএনপির দেয়া সেনা মোতায়েনের প্রস্তাব আমলে না নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান নির্বাচন কমশিনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, ‘আরপিওতে সেনা মোতায়েনের বিধান ছাড়াই বিগত আটটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিটি নির্বাচনে সেনা বাহিনীর সহায়তা ছিল।প্রয়োজনে আমরাও সেনা বাহিনীর সহযোগিতা চাইব। এজন্য আরপিওতে সেনা মোতায়েনের বিধান সংযুক্ত করার প্রয়োজন নেই।’ আগামী নভেম্বর-ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার কথা মাথায় রেখে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানালেন ইসি শাহনেওয়াজ। তিনি বলেন, ‘তবে এ বিষয়ে কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
গত ২০ মার্চ নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারকের সঙ্গে সাক্ষাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ আরপিওতে সেনা মোতায়েনের বিধান সংযুক্ত করার প্রস্তাব জানিয়েছিল বিএনপি। এ সময় তারা সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদে সরকার প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেন।