মহান স্বাধীনতা দিবসে পায়রার উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিতোগিতা অনুষ্ঠিত

নগরীর ঐতিহ্যবাহী পায়রা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা। পায়রার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রার সভাপতি ডা: এম. এ. সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর আজিজুল হক মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আলী মোস্তাফা মিশকাতুন নূর, আব্দুর রহমান দুদু, মুফতি আব্দুল খাবির, তোফায়েল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আজিজুল হক মানিক বলেন, পায়রা একটি ঐতিহ্যবাহী সমাজ কল্যাণ সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। দেশের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে, পাশাপাশি এলাকার শিশু-কিশোরদের মধ্যে আগামীতে সত্যিকার অর্থে নেতৃত্ব গড়ে তুলতে হবে।