সিলেটে জামায়াত নেতাদের ৩টি বাড়ি পুড়িয়েছে : মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার : সিলেটে জামায়াত নেতাদের ৩টি বাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। রোববার বেলা ১টায় নগরীর বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন শাহপরান আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ভষ্মীভুত বাসাগুলো হচ্ছে সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, নায়েবে আমীর হাফেজ আবদুল হাই হারুন ও জামায়াত নেতা মুজিবুর রহমানের । এতে ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় ৪কোটি টাকার। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে নগরীর দর্শনদেউড়িতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী বাবুল আহমদ পাঙ্গাসের একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় ছাত্র শিবির। এ ঘটনার জের ধরে দুপুর ১টায় পাঙ্গাসের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা পীর মহল্লাস্থ বিভাগীয় স্টেডিয়াম এলাকাধীন মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, নায়েবে আমীর হাফেজ আবদুল হাই হারুন ও জামায়াত নেতা মুজিবুর রহমানের বাসায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাসাগুলোর ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৪কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি খায়রুল ফজল জানান, স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মোটর সাইকেল পুড়ানোর ঘটনায় জামায়াত নেতাদের বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা । ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।